প্রতিনিধি ২ নভেম্বর ২০২৩ , ১০:৫৫:৫১
মির্জা ফখরুল ইসলাম আলমগীর- একজন শুদ্ধ, পরিশীলিত, মানবিক ও হৃদয়বান রাজনীতিবিদ। বাংলাদেশের এই ক্ষয়ে যাওয়া, অসুস্থ , অমানবিক ও বিদ্বেষপূর্ণ নোংরা রাজনীতির উপযোগী তিনি নন। দল ও দলের আদর্শকে তিনি যেমন অন্তরে ধারণ করেন- অন্যদিকে জিয়া পরিবার বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি রয়েছে তার অবিচল আস্থা ও আনুগত্য । ৭৬ উর্ধ বয়স ও নানাবিধ শারীরিক অসুস্থতা নিয়ে একটা উন্মাদ ও জালেম সরকারের বিরুদ্ধে মানুষটা যেভাবে লড়ছেন- বাংলাদেশের রাজনীতিতে তা নজিরবিহীন।
কর্মীর কষ্ট ও বিপদে তিনি যেভাবে কাঁদেন – তা কোন মেকি কান্না না । খুব কাছে থেকে দেখেছি- কখনও কোন হিংসাত্মক ও হটকারী রাজিনীতিকে ধারণ করেন না। তিনি গান শুনেন, কবিতা পড়েন। তিনি একসময় থিয়েটারেও অভিনয় করেছেন। তিনি অমায়িক বন্ধু বৎসল একজন মানুষও বটে। তার পারিবারিক জীবনও স্নেহ, ভালোবাসা ও মায়া মমতায় পরিপূর্ণ । অথচ এমন একজন সোনার মানুষকে অন্যায়ভাবে বারবার তারা কষ্ট দিচ্ছে । সেজন্যই বলছি , এই বর্বর, অসুস্থ সমাজ ও সময়ে মির্জা আলমগীরের মতো রাজনীতিবিদ বড় বেমানান।
আমি ক্ষুদ্র মানুষ – শেষ কথা বলে যাই, ক্ষমতার মদমত্তে শাষক গোষ্ঠীর যে উন্মাদ অংশ বাংলাদেশের রাজনীতিকে এই প্রাগঐতিহাসিক বর্বরতা ও অন্ধকারে ঠেলে দিলো – তারা তো ডুববেই, সাথে বাংলাদেশটাকেও ডুবাবে । দ্রুতই ধেয়ে আসছে ঘোর দুর্যোগ ও অমানিশা ।
আল্লাহ তাদেরকে বিবেক দাও, হেদায়েত দাও, আর আমাদের অভাগা এই দেশটাকে তুমি রক্ষা করো।