গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শনিবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। শুক্রবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস এন্ড ট্রান্সমিশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা টঙ্গী টিবিএস হতে ভাদামগামী সড়কের পিএসআইজি লাইনের উপর সংযুক্ত স্কুইব রোড, ভাদাম, মুদাফা এলাকার সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস বলেছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপনের সময় আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ