প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৩ , ১১:৫৪:৪৯
পাবনা জেলা প্রতিনিধি:শীত আসতে আর বাকি নেই। শীতের আগাম বার্তার জানান দিচ্ছে আবহাওয়া । এরই মধ্যে,পাবনা, বেড়া উপজেলার ৭ টি ইউনিয়নে শীতকালীন সবজির চাষ শুরু করেছেন চাষিরা।
এ উপজেলায় প্রতি বছর আগাম উৎপাদিত সবজি বাজারে তুলে বিক্রয়ে ভালো দাম পেয়ে থাকেন চাষিরা। তাই আগাম সবজি আবাদে আগ্রহী হন তারা। এর ফলে উপজেলার ৭ ইউনিয়ন এর কৃষকরা শীতকালীন সবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন।
জানা গেছে বেড়া উপজেলার , আমিনপুর,নয়া বাড়ি, চাকলা, সিন্দুরিয়া, কাবাস কানধা,শহীদ নগর ও বেরা সহ বিভিন্ন গ্রামের চাষিরা ব্যস্ত শীতকালীন সবজি চাষে। অন্যান্য ফসলের তুলনায় শীতকালীন সবজি চাষ লাভবান হওয়ায় কৃষকেরা এদিকেই ঝুঁকে পড়েছেন বলে জানান এলাকার চাষিরা।
শীতের শুরুতেই বাজারে বিক্রি করে বেশি টাকা আয়ের আশায় চাষিরা এখন জমিতে শীতকালীন শাকসবজির চারা বপন ও পরিচর্যার কাজ করছেন। এ সমস্ত এলাকায় চাষ হচ্ছে, মূলা, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ঢেঁড়স, লালশাক, পালংশাক, পুঁইশাক, লাউ অন্যতম। তবে বেড়া উপজেলার জাত শাকিনী ইউনিয়নে এ বছর ফুলকপি ও বাঁধাকপির চাষ অনেক বেশি চাষাবাদ হয়েছে । সবজির মান ভালো হওয়ায় পইকারীর পাশাপাশি খুচরা বাজারেও নতুন সবজির চাহিদা বেশ ভালো থাকে, দামও বেশি পাওয়া যায় বলে আগাম সব্জি চাষে আগ্রহ কৃষকদের ।
কৃষক মজিদ জানান,আগাম সবজি চাষ করে বেশি লাভবান করে থাকি পাবনা জেলার বিভিন্ন স্থান থেকে পাইকার এসে উৎপাদিত এসব সবজি মাঠ থেকেই ক্রয় করে নিয়ে তারা দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে গিয়ে থাকেন।