প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৩ , ৯:৩৮:৪৮
রিয়াজুল ইসলাম, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা মিলবাজার বিজিবি ক্যাম্পের সামনে ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় আজ ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে সাতক্ষীর র্যাব। গতকাল শনিবার সকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন মিলবাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভারতীয় নাগরিক ছবি বিশ্বাস(৩৬) ও অসীম কুমার(৪৫)। তারা ভারতের শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া সজীব নামে প্রাইভেটকারেট চালক আহত হয়েছিল।
সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম জানান,সাতক্ষীরা থেকে একটি তেলবাহী ট্রাকের সাথে ভোমরাগামি প্রাইভেটকারের উপর তুলে দেয়। প্রাইভেটকারের মধ্যে স্বামী ও স্ত্রী নিহত হয়। আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন নিহত ওই দুই ভারতীয় নাগরিক রেলপথ মন্ত্রণালয়ে চাকরি করতেন। র্যাবের অধিনায়ক জানান, ঘাতক ট্রাকটির চালক ও হেলপারকে আজ সকালে ১১ টার দিকে আটক করা হয়েছে।