প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৩ , ৯:৪০:৫০
নিজস্ব প্রতিনিধি:-সাতক্ষীরা জেলা সদর উপজেলা ৯ নং ব্রক্ষরাজপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডে বড় খামার গ্রামের মোঃ জাফর আলীর চায়ের দোকানে গভীর রাত পযর্ন্ত চলছে কিরাম বোর্ড খেলা।এ নিয়ে চলছে রমরমা জুয়ার আড্ডা, এমনি ভাবে একই গ্রামে বাবু ডাক্তারের মোড়ে ছাদেম কারিগরর এরর দোকানে ও এমন ভাবে চলছে নানা কুকর্ম,এবং ১০/১২ বছরের স্কুল পড়ুয়া ছেলেদের কাছে সিগারেট বিক্রিয় করছে। বর্তমানে যে ভাবে চলছে এই সব দোকান গুলাতে তাতে দেখা যাচ্ছে এলাকার যুব সমাজ খুব তাড়াতাড়ি নষ্টপর দিকে চলে যাচ্ছে।
এলাকাবাসী বলেন,আমরা মনে করি যদি এটা প্রতিকার করা যায় তাহলে যুব সমাজটা ভালো দিকে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে,এ নিয়ে রাজনৈতিক আলোচনা ও চলছে ব্যাপক হারে
স্থানীয় একজন বলেন প্রশাসনের কাছে আকুল আবেদন বিষয় গুলা নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া খুবই জরুরি।