প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১০:১৮:৪৮
সাভার উপজেলা প্রতিনিধি-সাভারে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রিমি পরিবহন নামের একটি দূরপাল্লার বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজনকে আটক করেছেন পুলিশ। তবে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি।
বুধবার সকাল ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের মধুমতি মডেল টাউনের সামনে ওই বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
ঘটনার সময় উপস্থিত পরিবহন শ্রমিক আব্দুল মান্নান বলেন, ভোরে ২০ থেকে ৩০ জন যুবক মোটরসাইকেল যোগে এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পাশেই পার্কিং করা বেশ কয়েকটি বাসে ঢিল ছুরে চলে যায়।
এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: নুরুল ইসলাম বলেন, সকাল ৬ টা ১৫ মিনিটের দিকে বাসটিতে আগুন লাগার খবর পাই। পরে আমরা তিনটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনি। বাসটি ঢাকা-থেকে গাইবান্ধা চলাচল করতো৷ এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাতের বিষয়ে এই কর্মকর্তা বলেন, আমরা স্থানীয়দের কাছে জানতে পেরেছি ১০ থেকে ১২ জন লোক সকালে পেট্রোল বোমা মেরে পালিয়ে যায়।
এবিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র বলেন, বিএনপির ২০-৩০ জন দূর্বৃত্ত সকালে মোটরসাইকেল নিয়ে বাসের ডিপোতে পার্কিং করা বেশ কয়েকটি বাসের মধ্যে রিমি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় আমাদের টহল টিমের সদস্যরা পালিয়ে যাওয়ার সময় দুই জনকে আটক করে। আটকৃতরা দুই জনই বিএনপির কর্মী।
বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।
মোঃ আব্দুল কাদের/