প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১১:০২:৫৯
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক আব্দুস সালামের ব্যক্তিগত সহকারী ফারুকুল ইসলাম সেলিমকে মঙ্গলবার রাতে শান্তিনগর থেকে আটক করে গোয়েন্দা পুলিশ। কিন্তু আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তাকে আদালতে হাজির করা হয়নি। কোনো থানায় হস্তান্তর করা হয়নি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি ও তার পরিবার।
সেলিমের স্ত্রী শামসুন্নাহার জানান, সেলিমকে মঙ্গলবার রাতে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ শান্তিনগর থেকে তুলে নিয়ে যায়। আমার স্বামীকে এখন পর্যন্ত আদালতে হাজির করা হয়নি। ডিবি অফিসে স্বামীর খোঁজ জানতে গেলে তাদের কাছেও কোনো সদুত্তর পাইনি। আমি আমার স্বামীর সন্ধান চাই। এদিকে অবিলম্বে সেলিমকে আদালতে হাজির করার দাবি জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।