সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগের ২০২৩-২০২৪ মৌসুমের খেলায় ৫ উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাতক্ষীরার কৃতিসন্তান শেখ সাইদুল হক নোমান।
বুধবার (২৯ নভেম্বর) ঢাকার নারায়ণগঞ্জ একেএম শামসুজ্জোহা ক্রিকেট স্টেডিয়ামে আসরের অষ্টম ম্যাচে গোপীবাগ ক্রিকেট ক্লাবকে পরাজিত করে ৬ উইকেটে জয়ী হয় নাবাবগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার। ম্যাচে টস জিতে গোপীবাগ ক্রিকেট ক্লাব ব্যাট করতে নেমে নোমানের বোলিং তান্ডবে সবক’টি উইকেট হারিয়ে মাত্র ৮৫ রান করতে সক্ষম হয়। জবাবে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার ব্যাট করতে নেমে ২৭.৩ ওভারে জয়ের দ্বার-প্রান্তে পৌছায়। এতে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টার ৬ উইকেটে জয়লাভ করে। ম্যাচে নবাবণগঞ্জ ক্রিকেট কোচিং সেন্টারের নোমান ৭ ওভারে ১টি ওভার মেডিন ও ২৫ রান দিয়ে ৫টি উইকেট লাভ করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।
শেখ সাইদুল হক নোমান সাতক্ষীরা শহরের কাছারীপাড়া (ফুড অফিস মোড়) এলাকার মনিরুল ইসলাম মনির ছোটো ছেলে। নোমান সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থী ও সাতক্ষীরা ক্রিকেট একাডেমির খেলোয়াড়। নোমানের কোচ সাতক্ষীরায় থেকে বিশ্বমানের ক্রিকেটার তৈরির কারিগর মোফাচ্ছেনুল ইসলাম তপু। তিনি তার সাফল্যে বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বয়স ভিত্তিক ক্রিকেটে ক্রীড়া নৈপুন্য দেখিয়ে সুনাম অর্জন করেছে। সে ডান হাতি ব্যাটসম্যান ও ডান হাতি অফ স্পিনার। অনূর্ধ্ব-১৪-১৬-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় ধারাবাহিক ভালো পারফরম্যান্সের কারনে দেশের দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের ২০২২-২০২৩ ও এবারের ২৩-২৪ মৌসুমের খেলার সুযোগ পেয়েছে। আশা করি নোমানের ধারাবাহিক ভাবে ভালো পারফরম্যান্স অব্যহত থাকবে। এই সম্ভাবনাময় ক্রিকেটার মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রবিউল ইসলাম শিবলুদের মতো সাতক্ষীরাবাসীর মুখ যেন উজ্জ্বল করতে পারে এজন্য জেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।
মোহাম্মদ রিয়াজুল ইসলাম/হক কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ