প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ৩:৫১:১০
স্টাফ রিপোর্টার:আজ সকাল ৮ ঘটিকায় গাজীপুর জেলার মাজুখান এলাকায় ট্রেনের ধাক্কায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন।
জানা যায় সকালে প্রতিদিনের মতোই নিজ কর্মস্থলে যাচ্ছিলেন ওই মহিলা মাজুখান এলাকার রেল লাইন দিয়ে পার হওয়ার সময় হঠাৎ একটি চলমান ট্রেনের ধাক্কায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলে উক্ত মহিলা নিহত হন।
তৎক্ষনাৎ ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা এসে পৌছান এবং লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহত মহিলা হচ্ছেন মাজুখান এলাকার পার্শবর্তী একটি গ্রামের আনোয়ারা বেগমের পুএবধূ উক্ত মহিলার একটি ১০ বছরের ছেলে ও ২ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
দুর্ঘটনাকৃত রেল ক্রসিং দিয়ে প্রায় প্রতিদিন শতশত চাকুরীজীবি, কর্মী সাধারণ মানুষ ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পারাপার হয়ে থাকে উক্ত ক্রসিং এ কোনো গেটম্যান না থাকায় এটি খুবই ঝুঁকির মধ্যে রয়েছে যা এলাকা ও সাধারণ মানুষের জন্য খুবই ঝুঁকিপূর্ণ।