খেলাধূলা

ড্র করেও গ্রুপ চ্যাম্পিয়ন কিংস

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৬:৫৩

শেয়ার করুন

 

 

২৬ দিন বিরতির পর আজ (শুক্রবার) থেকে আবার শুরু হয়েছে স্বাধীনতা কাপ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে এদিন গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস চট্টগ্রাম আবাহনীর সঙ্গে গোলশূন্য ড্র করেছে।

ড্র করলেও বসুন্ধরা কিংসের ডি গ্রুপের চ্যাম্পিয়ন হতে অসুবিধা হয়নি। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে তারাই গ্রুপে সবার ওপরে। চট্টগ্রাম আবাহনী গ্রুপের দুই ম্যাচই ড্র করে দুই পয়েন্ট নিয়ে রানার্স-আপ হয়েছে। ডি গ্রুপে তৃতীয় দল ছিল বাংলাদেশ নৌবাহিনী। সার্ভিসেস সংস্থার ফুটবল দলটি চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র এবং কিংসের বিপক্ষে ০-১ গোলে হেরেছিল।

এএফসি কাপে দুর্দান্ত পারফরম্যান্স করা বসুন্ধরা কিংস ঘরোয়া ফুটবলে ‘বিশ্রাম নীতি’ অনুসরণ করেছে। একাদশে কোনো বিদেশি ফুটবলারই রাখেননি কোচ অস্কার ব্রুজন। বাংলাদেশ ফুটবলের ওয়ান্ডার বয় শেখ মোরসালিন আজ ম্যাচের শুরুতেই ছিলেন। যদিও কয়েকটি গোলের সুযোগ তৈরি করেও ফিনিশিং করতে পারেননি।

প্রথমার্ধে গোলশূন্য থাকায় দ্বিতীয়ার্ধে কোচ অস্কার কয়েকটি পরিবর্তন করেন। ফরোয়ার্ড রাকিব ও ব্রাজিলিয়ান ডরিয়েল্টনকে নামায় কিংস। তবে আক্রমণ বাড়ালেও চট্টগ্রাম আবাহনীর জালে বল পাঠাতে পারেনি কিংস।

শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও চট্টগ্রাম আবাহনী আজকের ম্যাচে কিংসের বিপক্ষে বেশ লড়াই দেখিয়েছে। এই মৌসুমে দল গঠন নিয়ে অনিশ্চয়তা ছিল চট্টগ্রাম আবাহনীর। দলবদল শেষ হওয়ার দুই দিন আগে দল গড়ে চট্টলার দলটি। নতুন মৌসুমে তারা এখনও অপরাজিত।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content