খেলাধূলা

বড় দলকে হারালে আত্মবিশ্বাস বাড়ে : তাইজুল

  প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ১২:৩১:০৪

শেয়ার করুন

 

 

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথমবার টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শেষ দিনে আগামীকাল (শনিবার) বাংলাদেশের প্রয়োজন আর ৩ উইকেট। নিউজিল্যান্ডকে ম্যাচ বাঁচাতে করতে হবে আরও ২১৯ রান। সফরকারীদের স্বীকৃত ব্যাটসম্যান বলতে এখনো টিকে আছেন কেবল ড্যারিল মিচেল।

সিলেট টেস্টে বল হাতে অগ্রণী ভূমিকা পালন করেছেন টাইগার স্পিনার তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও চতুর্থ দিন শেষে একই সংখ্যক উইকেট সংগ্রহ করেছেন তিনি। মূলত কিউই ব্যাটাররা ধরাশয়ী এই বোলারের কাছেই।

চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে তাইজুল জানালেন বড় দলকে হারালে মজাই লাগে, ‘অবশ্যই, বড় দলকে হারানোর মজাই আলাদা। এখনও জিতি নাই কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি বা করবো। কালকেও করব ইনশাআল্লাহ। আমার কাছে মনে হয় যে একটা বড় দলকে যখন হারানো যায় নিজেদের আত্মবিশ্বাস থেকে শুরু করে….।’

কিউইদের বিপক্ষে এই ম্যাচ দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশীপের নতুন চক্র শুরু করেছে বাংলাদেশ দল। তাইজুল মনে করছেন এই ম্যাচে জয় পেলে পুরো বছরের আত্মবিশ্বাস বাড়াবে, ‘আমাদের পরিকল্পনা যেটা, টেস্ট চ্যাম্পিয়নশীপের প্রথম ম্যাচ এটা আমরা চাই যে পুরো বছরটা যেন ওই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। যাই হোক না কেন আমরা কয়টা ম্যাচ জিতব বা জিতব না সেটা জানা নেই। কিন্তু বাংলাদেশকে ভালো কিছু একটা যেন দিতে পারি।’

টেস্ট চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে তাইজুল আরও বলেন, ‘লক্ষ্য তো আমি মুখ দিয়ে বললাম আর হয়ে গেল এরকম কোনো কিছু না। প্রত্যেকটা দলেরই লক্ষ্য থাকে, খেলোয়াড়দের ব্যক্তিগত লক্ষ্য থাকে। ওইরকম লক্ষ্য তো থাকেই। বিশ্বক্রিকেটে টেস্টে যদি কিছু না হোক তিন, চার, পাঁচে যদি আসতে পারি তাহলে আমাদের জন্য বিশাল বড় একটা পাওয়া হবে।’

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content