প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ৯:৪৫:০৬
টাইগার বোলারদের নৈপুণ্যে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে নিউজিল্যান্ডের ব্যাটাররা। দলীয় ৬০ রানে পঞ্চম উইকেট হারালো কিউইরা। ২৭.৪ ওভারে উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেলকে ৬ রানে সাজঘরে ফেরালেন তাইজুল ইসলাম। জয় পেতে এখনো ২৭২ রান প্রয়োজন নিউজিল্যান্ডের। আর টাইগারদের দরকার ৫টি উইকেট।
দলীয় ৪৬ রানে চতুর্থ উইকেট হারালো নিউজিল্যান্ড। ডেভন কনওয়েকে ফেরালেন তাইজুল ইসলাম। সাজঘরে ফেরার আগে ৭৬ বলে ৩ বাউন্ডারিতে ২২ রান করেন কিউই ওপেনার।
বড় টার্গেটের মোকাবিলায় চাপে নিউজিল্যান্ড
সিলেট টেস্টের চতুর্থ দিনে ৩৩৮ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে বাংলাদেশ। কিউইদের টার্গেট দেয় ৩৩২ রানের। বড় রান তাড়ায় নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে চাপে পড়েছে নিউজিল্যান্ডের ব্যাটাররা।
টাইগারদের নৈপুণ্য ছড়ানো বোলিংয়ে ৩০ রানেই ৩ উইকেট হারালো সফরকারীরা। দলীয় ১ রানে ওপেনার টম ল্যাথামকে ফেরান শরিফুল ইসলাম। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান কেইন উইলিয়ামসনকে মাত্র ১১ রানে ক্রিজ ছাড়া করেন তাইজুল ইসলাম। আর হেনরি নিকোলসকে ২ রানে ফেরান মেহেদী হাসান মিরাজ। ১৭.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৮ রান নিউজিল্যান্ডের। জয় পেতে এখনো ২৯৪ রান প্রয়োজন কিউইদের। আর বাংলাদেশের দরকার ৭টি উইকেট।