প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৩ , ৯:২৪:৪১
রাজধানীর মহাখালীর রয়েল পেট্রোল পাম্পে গ্যাস পাইপ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন আটজন। দগ্ধরা হলেন, মোঃ মামুন শেখ (২৮), মোঃ রানা (৩০), জীবন (২৬), মোঃ সালাউদ্দিন (৪৫), মোঃ আমির হোসেন (৩২), মোঃ কামাল হোসেন(৫০), আবুল খায়ের (৪০) ও মাসুম (২৪)। দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে। দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত নয়টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ তরিকুল ইসলাম জানান, মহাখালীর একটি সিএনজি স্টেশন থেকে ৮ জনকে দগ্ধ অবস্থায় আমাদের এখানে আনা হয়েছে।তাদের দগ্ধের শতাংশটা জানতে আরো কিছুক্ষণ সময় লাগবে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।ডেসিংএর কাজ শেষ করে তাদের ভর্তি করা হবে বলে জানান তিনি। বাকিদেরকে জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।