নির্বাচন

শরিকদের সঙ্গে সমঝোতা নিয়ে যা বললেন তথ্যমন্ত্রী

  প্রতিনিধি ৫ ডিসেম্বর ২০২৩ , ১:৪৭:৪৫

শেয়ার করুন

শরিকদের সঙ্গে অবশ্যই সমঝোতা করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সচিবালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন জোটগতভাবেই করব। সমঝোতা করার এখনও অনেক সময় আছে। জোটের শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা করা হবে।

তিনি বলেন, এককভাবে নির্বাচন করার ক্ষমতা আমাদের আছে। কিন্তু শরিকরা আমাদের কাছে সবসময়ই গুরুত্বপূর্ণ। সে জন্য এবারও জোটগতভাবে নির্বাচন করা হচ্ছে।

জাতীয় পার্টির সঙ্গে সমঝোতার বিষয়ে হাছান মাহমুদ বলেন, জাতীয় পার্টি এবার প্রায় ৩০০ আসনে মনোনয়ন দেওয়ায় তাদের অভিনন্দন। ২০০৮ সালে তাদের সঙ্গে আমরা মহাজোটগতভাবে নির্বাচন করেছি। গতবার আমাদের সঙ্গে তাদের কৌশলগত জোট ছিল, এবারও সেটা হওয়ার সম্ভাবনা আছে।

মনোনয়ন বাতিলের বিষয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, এবার অনেক বেশি প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। বাতিলের এই হার অন্যবারের তুলনায় একটু বেশিই। আপিল করলে অনেকে টিকে যেতে পারেন।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content