সারাদেশ

সাড়ে তিন কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার বরগুনায়

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৩ , ১:৪১:০৪

শেয়ার করুন

বরগুনার পাথরঘাটা থানার বিশেষ অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৩ কেজি গাঁজাসহ কামরুজ্জামান বাবু (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ ডিসেম্বর) বিকেলে বিষয়টি পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম হাওলাদার নিশ্চিত করেন।

কামরুজ্জামান বাবু পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের রুপধন কাটাখালী গ্রামের হুমায়ুন কবির বাদশার ছেলে।

পিপুলিয়া বাজারে ঢাকা থেকে পাথরঘাটার উদ্দেশে ছেড়ে আসা বরিশাল এক্সপ্রেসে শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি স্কুলব্যাগ ভর্তি সাড়ে ৩ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আলম হাওলাদার বলেন, পুলিশ সুপার আবদুস ছালাম মহোদয়ের নির্দেশ মোতাবেক পিপুলিয়া বাজারে চেকপোস্ট বসিয়ে ঘণ্টাব্যাপী বিভিন্ন গাড়িতে তল্লাশি করে বিশেষ অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস থেকে গাঁজাসহ কামরুজ্জামান বাবুকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content