সারাদেশ

সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন

  প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৩ , ১০:১৯:৪০

শেয়ার করুন

জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) এপিবিএনের সদরদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বার্তায় বলা হয়, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে ২০০ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করা হয়েছে।

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠান ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে মেট্রোপলিটন এলাকা, জেলায় এসব এপিবিএন ফোর্স দায়িত্ব পালন করবে। ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত তারা মোতায়েন থাকবে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content