সারাদেশ

আচরণবিধি লঙ্ঘন করায় জাপার প্রার্থী ইয়াহহিয়াকে ইসির তলব

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৩ , ১১:৫৫:৫৫

0Shares

শেয়ার করুন

 

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিতে সিলেট-২ আসনের জাতীয় পার্টির (জাপা) মনোনীত প্রার্থী ইয়াহহিয়া চৌধুরীকে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

রোববার (৩ ডিসেম্বর) বেলা ১১টার মধ্যে সিলেট ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল জজ কোর্ট কার্যালয়ে উপস্থিত হয়ে তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার নির্বাচনী অনুসন্ধান কমিটি সিলেট-২ আসনের চেয়ারম্যান মোহাম্মাদ মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ দেওয়া হয়।

আদেশে গত ৩০ নভেম্বর সিলেট জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করার সময় মিছিল সহকারে প্রবেশ করেন ইয়াহহিয়া। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন। এমতাবস্থায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের দায়ে কেন তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, তা ৩ ডিসেম্বর বেলা ১১টার মধ্যে সিলেট ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল কার্যালয়ে উপস্থিত হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া হয়।

সিলেট-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী ইয়াহইয়া চৌধুরী বলেন, আচরণবিধি মেনেই মনোনয়ন জমা দিয়েছি। আমরা মাত্র ৫ জন নেতাকর্মীকে নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছি। তবে কিছু নেতাকর্মী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের বাইরে নাম উল্লেখ করে মিছিল দেয়। তখন আমি তাদের নিষেধ করি। ইসি আমাকে চিঠি দিয়েছে, আগামীকাল আমি সে বিষয়ে ব্যাখ্যা দিবো।

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content