টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের নবীন বরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে । গতকাল (২৩ ডিসেম্বর ) বিকালে প্রতিষ্ঠানের মাঠে এ আয়োজন করা হয় । এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং গাজীপুর-২ আসনের সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল । এ সময় জাহিদ আহসান রাসেল বলেন, আমার নির্বাচনী এলাকায় অবৈধ টাকা ছিটানো হচ্ছে। বর্তমানে ভোটাররা অনেক সচেতন। তারা যাচাই বাছাই করেই নির্বাচনের দিন ভোট দিবেন। গাজীপুরে নির্বাচনী মাঠে অবৈধ টাকা ছিটিয়ে কোনো লাভ হবে না। নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখুন।
তিনি বলেন, আমার রাজনীতিতে আসা বা এমপি-মন্ত্রী হওয়ার ঘটনাটি খুব সুখের নয়, অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। আমার পিতা শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপিকে ৫৪ বছর বয়সে প্রকাশ্য দিবালোকে ব্রাশ ফায়ার করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বারবার সংসদ সদস্য বানিয়েছেন। আমি আমার প্রয়াত পিতার আদর্শ বুকে ধারণ করে আপনাদের সেবা করে যাচ্ছি। আমি আমার জীবনে কোনো অন্যায় ও অনৈতিক কাজ করিনি। আপনাদের বিপদে-আপদে এমনকি করোনাকালীন সময়েও আমি আপনাদের পাশে ছিলাম। আমার বিশ্বাস আপনারা ভালোবেসে এবারও নৌকা প্রতীকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ সময় পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের গভর্ণিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন,৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা কাজী ইলিয়াস আহমেদ, পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মো. আলা উদ্দিন মিয়া, সাবেক অধ্যক্ষ আশরাফুল আলম, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা, সেচ্ছাসেবক লীগের নেতা মামুনুর রশীদ মামুন মোল্লা , মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু প্রমুখ।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ