জাতীয়

আমুর বক্তব্যে সন্তুষ্ট ইসি

  প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৩ , ১:১৫:২০

শেয়ার করুন

 

 

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তলবে ইসিতে সশরীরে হাজির হয়েছিলেন আমির হোসেন আমু। বিকেল ৩টায় সশরীরে হাজির হয়ে আচরণবিধি ভঙ্গের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আওয়ামী লীগের বর্ষীয়ান এ নেতা। আমুর দেওয়া বক্তব্যে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

শুক্রবার (১৫ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আমির হোসেন আমুকে নির্বাচন কমিশনে (ইসি) তলব করা হয়েছিল, তার শুনানিতে কী হয়েছিল– এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘উনি (আমু) এসেছিলেন। উনার স্বপক্ষে বক্তব্য দিয়েছেন। যে রিপোর্ট এসেছে, তার একটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের ঘরোয়া অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন। আরেকটি অনুষ্ঠান ছিল শেখ রাসেল মিনি স্টেডিয়ামে, সেখানে তিনি কোনো বক্তব্য দেননি। উনি উনার আসনে ছিলেন অল্প কিছুক্ষণ, গান বা এ জাতীয় অনুষ্ঠান, এরপর তিনি চলে গেছেন। ভবিষ্যতে তিনি বিষয়টি নিয়ে আরও সতর্ক থাকবেন, এ বিষয়টি তিনি কমিশনকে আশ্বস্ত করেছেন। কমিশনও তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন।’

তার কি আচরণবিধি লঙ্ঘন হয়েছিল– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনার ওখান থেকে যে রিপোর্ট এসেছে, তাতে কমিশন মনে করে আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। এখন তার প্রমাণ দেওয়ার পর মনে হয়েছে, লঙ্ঘিত হয়নি। তারপরও তাকে বিষয়টি সতর্কতার সঙ্গে দেখার জন্য বলেছেন। তিনি সেটি স্বাচ্ছন্দ্যে গ্রহণ করেছেন।’

একজন প্রার্থীকে তলব করা হলো, তাহলে মাঠে তার ইমেজ নষ্ট হলো কি না– এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন বিষয় না। তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল, তা নিয়ে তার বক্তব্য দিতে বলা হয়েছিল। তিনি তার বক্তব্য সম্পর্কে কাগজপত্র দাখিল করেছেন। এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ন বা কোনো কিছুই হয়নি বলে কমিশন মনে করে।’

 


শেয়ার করুন

আরও খবর

Sponsered content