স্টাফ রিপোর্টার:মালবাহী ট্রাকে করে দেশের বিভিন্ন এলাকা হতে মাদক নিয়ে রাজধানীর শিল্পাঞ্চল সাভার,আশুলিয়া ও ধামরাইয়ে মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করে আসছিল।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে ৯৯ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণে ব্যবহৃত ট্রাকসহ ০২ মাদক কারবারি'কে গ্রেফতার করে। তাদের মধ্যে রয়েছে মোঃ শফিকুল ইসলাম (৩৫) ও মোঃ সোহানুর ইসলাম রুবেল (৩২)।

গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বাড়ির লালমনিরহাট জেলায়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধ স্বীকার করে জানিয়েছে, পরষ্পর যোগসাজশে বেশকিছুদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই ও আশুলিয়ার নিকটবর্তী বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। উল্লেখ্য, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মোঃ আব্দুল কাদের/হক_কথা
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ