প্রতিনিধি ১৫ ডিসেম্বর ২০২৩ , ৯:৪৭:১০
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির তৃতীয় দফা বৈঠকেও সমঝোতা হয়নি। শনিবার সন্ধ্যায় ফের বৈঠকে বসবে দল দুটি। শুক্রবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় ওই বৈঠকের পর এ তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে তাদের আরো বৈঠক হবে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে।শনিবার সন্ধ্যায় আমরা আবারও বৈঠকে বসব। বৈঠকে নানক ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ছিলেন বৈঠকে। জাতীয় পার্টির পক্ষে ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং মহাসচিব মুজিবুল হক চুন্নু।