প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৩ , ১০:৩৩:২৬
গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থ হয়ে মারা গেছেন বিএনপির আরেক নেতা। তিনি হলেন রাজধানীর মুগদা থানা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মো. ফজলুর রহমান কাজল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, গত ২৬ অক্টোবর গায়েবি মামলায় কাজলকে গ্রেপ্তারের পর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছিলো। ২৬ ডিসেম্বর কারাগারে অসুস্হ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে হৃদরোগ হসপিটালে ভর্তি করে। রাত ১০.৩০ মিনিটে মারা যান তিনি।
এই মৃত্যুকে হত্যাকান্ড বলে অভিহিত করে এ ঘটনায় তীব্র নিন্দা ও উপযুক্ত বিচার দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
উল্লেখ্য, ২৮শে অক্টোবর মহাসমাবেশের পন্ড হওয়ার গণহারে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। গত দুই মাসে কারাগারে কাজলসহ সাতজন বিএনপি নেতা মারা গেছেন।