গাজা উপত্যকায় নির্বিচার হামলা এবং বেসামরিক ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত গণহত্যা চালানোর অভিযোগ তুলে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েল পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে। শিগগিরই গাজায় পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দোহায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) শীর্ষ সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় ইসরায়েলের কঠোর সমালোচনা করে কাতারের আমির বলেছেন, ‘‘ইসরায়েলের দখলদার বাহিনী সব ধরনের রাজনৈতিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করেছে।’’
তিনি বলেন, ‘‘নিরীহ নিরস্ত্র বেসামরিক নাগরিকদের পরিকল্পিত ও উদ্দেশ্যমূলক গণহত্যার ঘটনার মতো এই জঘন্য অপরাধ অব্যাহত রাখার সুযোগ দেওয়াটা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক।’’
‘‘এটা ইসরায়েল কর্তৃক সংঘটিত গণহত্যা।’’ শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ‘‘ন্যায় উদ্দেশ্যের প্রতি অবিচল থাকায়’’ ফিলিস্তিনিদের প্রশংসা এবং বিশ্ব সম্প্রদায়র এই মুহূর্তে গাজায় পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো উচিত।
কাতারের এই শাসক দোহায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের বৈঠকে দেওয়া বক্তৃতায় গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিষ্ক্রিয়তাকে ‘‘লজ্জাজনক’’ বলে অভিহিত করেছেন।
‘‘গাজায় নারী ও শিশুসহ নিরীহ বেসামরিকদের পরিকল্পিত ও নির্বিচারভাবে যখন হত্যা করা হচ্ছে, তখন এই জঘন্য অপরাধযজ্ঞকে প্রায় দুই মাস ধরে চলতে দেওয়া আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য লজ্জাজনক।’’
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ