শিক্ষা

জাবির কেন্দ্রীয় মসজিদের শৌচাগার থেকে মরদেহ উদ্ধার

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৩ , ১১:১৩:৪২

0Shares

শেয়ার করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় মসজিদের শৌচাগার থেকে দানিছুর রহমান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টায় আশুলিয়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মৃত ওই ব্যক্তির বয়স ৭০ বছর। তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শরবত ব্যবসায়ী মোহাম্মদ আলীর (৩০) পিতা। দানিছুর রহমান ঢাকার লালবাগ থানার শহিদনগর এলাকার তিন নম্বর গলির বাসিন্দা। তিনি তার ছেলের কাছে বেড়াতে এসেছিলেন বলে জানা যায়।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পরিচ্ছন্নতাকর্মী মহিদুল ইসলাম বলেন, আমি শৌচাগার পরিষ্কার করতে গিয়ে দেখি শৌচাগারের দরজা ভেতর থেকে বন্ধ। একটু পর আবার দরজায় নাড়া দেই কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ নেই। দীর্ঘ সময় পর দরজা না খোলার কারণে আমি নিরাপত্তাকর্মীদের অবহিত করি। তখন নিরাপত্তকর্মীরা আসে এবং আশুলিয়া থানার পুলিশদের জানায়। পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

সাভার স্মৃতিসৌধ ক্যাম্পের ইনচার্জ নুর আলম মিয়া বলেন, আমরা খোঁজ পেয়ে শৌচাগার থেকে মরদেহ উদ্ধার করি। এখন নিয়ম অনুযায়ী ময়নাতদন্ত করতে হবে। তবে তার পরিবার যদি মনে করে যে, ময়নাতদন্তের প্রয়োজন নেই সেটাও আইনি প্রক্রিয়া অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content