প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৩ , ৯:৪৬:১৬
টঙ্গীতে ৭ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে আব্দুল হাই (৪০) নামে এক নিরাপত্তা কর্মী কে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। সোমবার দুপুরে টঙ্গীর শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ১৬ই ডিসেম্বর দুপুরে কিশোর উন্নয়ন কেন্দ্রের ভিতরে এ ঘটনা ঘটে।গ্রেপ্তারকৃত আব্দুল হাই টঙ্গী শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত সিকিউরিটি ইনর্চাজ হিসেবে কর্মরত ছিলেন।পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়,অভিযুক্ত আব্দুল হাই দীর্ঘ দিন ধরে টঙ্গীর এই শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে সকলের সাথেই তার সু সম্পর্ক তৈরি হয়। গত ১৬ই ডিসেম্বর দুপুরে ভুক্তভোগী ওই শিশু কে চিপ্স কিনে দিয়ে অভিযুক্ত ওই নিরাপত্তা প্রহরী তার স্বয়ং কক্ষে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক ওই শিশুকে ধর্ষণ করে অভিযুক্ত এই নিরাপত্তা প্রহরী। পরে শিশুটি শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনা সোমবার ( ১৮ই ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে টঙ্গী পূর্ব থানা একটি অভিযোগ দায়ের করেন। পরে অভিযোগের প্রেক্ষিতে দুপুরেই টঙ্গীর শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে অভিযুক্ত আব্দুল হাইকে আটক করে টঙ্গী পূর্ব থানা পুলিশ।এবিষয়ে টঙ্গী পূর্ব থানার পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিরাপত্তা প্রহরী আব্দুল হাই কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।