শর্তযুক্ত জামিন প্রত্যাখ্যান, নতুন আরো দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. ফরহাদ ইকবাল'কে।
কারাবন্দী টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল শর্তযুক্ত জামিন প্রত্যাখ্যান করেছেন। টাঙ্গাইল জেলা জজ কোর্টে তার জামিন আবেদন করলে কয়েকটি শর্তে এড.ফরহাদ ইকবালের জামিন মঞ্জুর করে। তবে শর্তগুলো সন্দেহজনক এবং সরকারের নীলনকশার অংশ বলে বিবেচনা করে নিজের শর্তযুক্ত জামিন প্রত্যাখ্যান করেন তিনি। এমন কি তার জামিন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই টাঙ্গাইল সদর এবং কালিহাতী উপজেলার দুইটি মামলায় তাকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে জেলা কারাগারে কাগজ প্রেরণ করে টাঙ্গাইল থানা পুলিশ। আজ কালিহাতির মামলায় তাকে আদালতে তোলা হলে কোর্ট জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ