খেলাধূলা

নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয় বাংলাদেশের

  প্রতিনিধি ২৭ ডিসেম্বর ২০২৩ , ১০:০৯:৪৭

0Shares

শেয়ার করুন

ওয়ানডের পর নিউজিল্যান্ডের মাটিতে এবার টি-টোয়েন্টিতেও প্রথম জয়ের দেখা পেলো বাংলাদেশ। এদিন আগে ব্যাটিং করে বাংলাদেশি বোলারদের তোপের মুখে ১৩৪ রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। জবাবে লিটন কুমার দাসের অপরাজিত ৪২ রানে ৮ বল বাকি থাকতেই জয় পায় নাজমুল হোসেন শান্তর দল। বোলিংয়ে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ১৬ বলে ১৯ রান করেন শেখ মেহেদী।

হৃদয়-আফিফের বিদায়ে মৃদু চাপে বাংলাদেশ

১৩৫ রান তাড়া করতে নেমে ম্যাচটি নিয়ন্ত্রণেই ছিল বাংলাদেশের। কিন্তু ১ রানের ব্যবধানে তাওহীদ হৃদয় ও আফিফ হোসেনের বিদায়ে মৃদু চাপে পড়েছে বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ৩৭ রান।

সৌম্যও দুর্দান্ত শুরু করে উইকেট ছুড়ে দিলেন

অধিনায়ক শান্তর মতো সৌম্য দারুণ ছন্দে ছিলেন। ইতোমধ্যে দুই চার ও এক ছক্কা আসে তার ব্যাট থেকে। কিন্তু অধিনায়কের মতো তিনিও উইকেট ছুড়ে দিলেন। কিউই পেসার সিয়ার্সের বল ক্রস খেলতে গিয়ে বোল্ড হন তিনি। তার ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রান।

৬ ওভারে বাংলাদেশ ৪২/২

৬ ওভারের পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৪২ রান তুলেছে বাংলাদেশ।

১৪ ওভারে জয়ের জন্য প্রয়োজন ৯৩ রান।
ভালো শুরুর পর উইকেট ছুড়ে দিলেন শান্ত

শুরু থেকেই দারুণ ছন্দে ছিলেন নাজমুল হোসেন শান্ত। আগের বলেই দারুণ এক শটে চার মারেন। ঠিক তার পরের বলে জিমি নিশামকে বেড়িয়ে এসে খেলতে গিয়ে কাভারে ধরা পড়লেন তিনি। শান্তর ব্যাট থেকে আসে ১৪ বলে ১৯ রান। ৫ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৮ রান।

দ্বিতীয় ওভারেই ফিরলেন রনি

প্রথম ওভারে টিম সাউদিকে ছক্কা হাঁকিয়ে রানের খাতা খোলেন রনি তালুকদার। পরের ওভারেও আগ্রাসি ছিলেন তিনি, তবে বেশিক্ষণ টিকতে পারলেন না। অ্যাডাম মিলনেক মিড উইকেটে উড়িয়ে মারতে গিয়ে কাভারের ভিতরেই বল তুলে দেন রনি। সহজ ক্যাচটি তালুবন্দি করেন সাউদি। ২ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৭ রান।

বাংলাদেশের লক্ষ্য ১৩৫ রান

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩৪ রানে আটকে রেখেছে বাংলাদেশ। জয়ের জন্য টাইগারদের লক্ষ্য ১৩৫ রান। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। এছাড়া মোস্তাফিজুর রহমান ও শেখ মেহেদি নেন দুটো করে উইকেট। কিউইদের হয়ে সর্বোচ্চ ৪৮ রান করেন জিমি নিশাম।

ভয়ঙ্কর হয়ে ওঠা নিশামকে ফেরালেন মোস্তাফিজ

অন্যরা ব্যর্থ হলেও জিমি নিশামই ঠিকই রানের গতি বাড়িয়ে নিচ্ছিলেন। আগের বলেই মোস্তাফিজকে বিশাল বড় এক ছক্কা হাঁকান, যার পর বলই হারিয়ে যায়। পরের বলটাও ছিল ছক্কা মারার মতোই, ফুলটস! তবে সেটাকে মাঠের বাইরে পাঠাতে পারেননি তিনি। কাভার পয়েন্টের সীমানায় আফিফের হাতে ধরা পড়েন নিশাম। ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ১১১ রান।

সৌম্যের দুর্দান্ত ক্যাচ, ফিরে গেলেন স্যান্টনার

শরিফুল ইসলামকে পুল করতে গিয়েছিলেন মিচেল স্যান্টনার, ঠিকমতো টাইমিং হয়নি। মিড অনে থাকা সৌম্য ক্যাচ নিলেও নিজেই নিশ্চিত ছিলেন না।এরপর বেশ কয়েকবার দেখার পর তৃতীয় আম্পায়ার ক্রিস বাউন আউট দেন । এতে ভাঙে ৪১ রানের জুটি। ১৫ ওভারে ৬ উইকেট হারিয়ে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯১ রান।

এবার শিকারে রিশাদ, দিশেহারা নিউজিল্যান্ড

বল হাতে নিয়ে প্রথম ওভারেই উইকেটের দেখা পেলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার উপর চড়াও হতে গিয়ে এক্সট্রা কাভারে ধরা পড়েছেন তানজিম হাসান সাকিবের হাতে ধরা পড়েন মার্ক চাপম্যান। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১৯ রান। ৫০ রানেই ৫ উইকেট হারালো নিউজিল্যান্ড।

পাওয়ার প্লেতে নিউজিল্যান্ড ৩৪/৪

৬ ওভারের পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে ৩৪ রান তুলেছে নিউজিল্যান্ড। মার্ক চাপম্যান ও জিমি নিশাম কিউইদের ভরসা হয়ে ব্যাটিং করছেন।

আবার মেহেদীর শিকার, বিপর্যয়ে নিউজিল্যান্ড

ইনিংসের প্রথম ওভারে টিম সেইফার্টকে আউট করেন শেখ মেহেদী। এরপর ইনিংসের পঞ্চম ওভারে তাকে আবার ফেরান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১ রানে ৩ উইকেট হারানোর পর পাল্টা আক্রমণের চেষ্টা করেন ড্যারি মিচেল। ফিরেই সেই মিচেলকে বোল্ড করলেন মেহেদী। ২০ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে নিউজিল্যান্ড।

শরিফুলের জোড়া, ১ রানে ৩ উইকেট নেই নিউজিল্যান্ডের

টানা দুই বলে দুই উইকেট নিলেন শরিফুল। অ্যালেনের পর গ্লেন ফিলিপসকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন এই বাঁহাতি পেসার। ১ রানে ৩ উইকেট হারালো নিউজিল্যান্ড। টি-টোয়েন্টিতে এর আগে কখনোই এত কম রানে ৩ উইকেট হারায়নি তারা।

এবার শরিফুল, ১ রানে ২ উইকেট হারালো নিউজিল্যান্ড

প্রথম ওভারে শেখ মেহেদী, এবার দ্বিতীয় ওভারে আরেক ওপেনার ফিন অ্যালেনকে ফিরিয়ে দিলেন শরিফুল ইসলাম। অফ স্টাম্পের বাইরের লেংথ বলে খোঁচা দেন অ্যালেন, স্লিপে দুর্দান্ত ক্যাচ নেন সৌম্য সরকার। ১ রানে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের।

সেইফার্টকে ফিরিয়ে দুর্দান্ত শুরু এনে দিলেন মেহেদী

প্রথম ওভারেই উইকেট হারালো নিউজল্যান্ড, টিম সেইফার্টকে ফিরিয়ে দিলেন শেখ মেহেদী। জায়গা বানিয়ে খেলতে গিয়ে বোল্ড হন সেইফার্ট।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, অভিষেক সাকিবের

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে তানজিম হাসানের। বোলিং আক্রমণে তিন পেসার মোস্তাফিজ, তানজিম ও শরীফুলের সঙ্গে লেগ স্পিনার রিশাদ ও অফ স্পিনার শেখ মেহেদীকে নিয়ে আজকের ম্যাচে মাঠে নামছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ- নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন

নিউজিল্যান্ড একাদশ- মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

 

 


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content