সারাদেশ

নৌকায় ভোট না দিলে জামালপুরে ভাতা বন্ধের হুমকি আ.লীগ নেতার

  প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২৩ , ১০:১৭:৩৫

0Shares

শেয়ার করুন

জামালপুর: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ আসনে নৌকার প্রার্থীকে ভোট না দিলে নির্বাচনের পর ভাতা বন্ধের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে হাতেম আলী তারা নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

তিনি জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার বারুয়ামারী বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে নির্বাচন ও ভাতা বন্ধের কথা বলেন হাতেম আলী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিসহ স্থানীয় নেতাকর্মীরা।

ছড়িয়ে পড়া ভিডিওতে ভোটারদের উদ্দেশে আওয়ামী লীগ নেতা হাতেম আলীকে বলতে শোনা যায়, ‘গত ১৫ বছর ধরে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় যারা বিভিন্ন ভাতা ভোগ করছেন, তাদেরকে ডাকা হবে। তাদের কেউ যদি না আসে ভিডিও করে সেই ফুটেজ চেক করে নির্বাচনের পর তাদের ভাতা বন্ধ করে দেওয়া হবে।’

স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি মনোনয়ন আনতে পারেননি। মনোনয়ন আনলে আমরা আপনাকে বিপুল ভোটে বিজয়ী করতাম। আপনি মনোনয়ন আনতে পারেননি, আমাদের মধ্যে শান্তি নষ্ট করবেন না। যদি শান্তি নষ্ট করেন তাহলে আপনাদের অবস্থাও বিএনপির মতো হবে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা হাতেম আলী তারা মুঠোফোনে বলেন, এটা আমার ভুল হয়েছে। এ ধরনের ভুল আগে কখনো হয়নি। কান কথা শুনে এই ভুলটা করেছি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ। এ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content