গতকাল মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে হানা দিয়েছে বৃষ্টি। আর সে সুবাদে আগে বোলিং নেয়ার পর পাকিস্তানি বোলারদের তপের মুখে পড়েন অস্ট্রেলিয়ান ব্যাটাররা। তবুও সফরকারীদের ফিল্ডিং মিসের কল্যাণে ৩ উইকেটে ১৮৭ রান নিয়ে দিন শেষ করতে পেরেছিল স্বাগতিকরা। তবে আজ দ্বিতীয় দিনে দলীয় সংগ্রহ খুব বেশি এগিয়ে নিয়ে যেতে পারেনি অজিরা, শাহিন আফ্রিদি, আমির জামালদের তোপে অলআউট হয়েছে ৩১৮ রানেই।
মার্নাস লাবুশেন এবং ট্রাভিস হেড মিলে কাল ১৮৭ রানে ৩ উইকেটে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে নিজের অর্ধশতক তুলে নেন লাবুশেন। তবে নিজের ইনিংস লম্বা করতে পারেননি। আমির জামালের বলে ক্যাক্সচ তুলে দিয়ে ৬৩ রানেই সাজঘরে ফিরেন তিনি।
এরপর ট্রাভিস হেডও ফিরেন ১৭ রান করেই। হেডকে ফেরানোর আগে অজিদের উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারিকেও সাজঘরের পথ দেখান শাহিন আফ্রিদি। এদিকে আজ অজিদের হাল ধরতে পেরেছিলেন কেবল মিচেল মার্শ।
তার৬০ বলে ৪১ রানেই অল আউট হওয়ার আগে ৩১৮ রানের সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। এরপর প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটাও অবশ্য ভালো হয়নি। দলীয় ৩৪ রানেই নাথান লায়নের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘর ফিরেছেন ওপেনার ইমাম উল হক। ৪৪ বলে ১০ রান করে ফিরলে ক্রিজে আরেক ওপেনার আবদুল্লাহ শফিকের সঙ্গী হয়েছেন অধিনায়ক শান মাসুদ।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ