রাজনীতি

বিএনপি মহাসচিবকে মিস করছেন আ’লীগ সাধারণ সম্পাদক

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ৩:৪৯:১৭

0Shares

শেয়ার করুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মিস করছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, থাকলে ভালো হত। এই যে..মানে এটা… এমন একটা বিষয়, যে কথাবার্তার মধ্য দিয়ে এটা একটা সুস্থ প্রতিযোগিতা। এতে গণতন্ত্রই লাভবান হয়।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখন এখানে আইনের ব্যাপার যখন বাধা হয়ে দাঁড়ায়, তখন তো করণীয় কিছু নেই, থাকলে ভালো হতো। উনি (মির্জা ফখরুল) আমার কথার জবাব দেন, আবার আমি তার কথার জবাব দিই।…এটা একটা ইন্টারেকশন এক্সচেঞ্জ (পারস্পরিক প্রতিক্রিয়া বিনিময়)। এটা একটা ফাইন এক্সচেঞ্জ।

আমি অভ্যাসগতভাবে মিস করা বলি, ওইভাবে বলতে চাই না। আমি বলছি, উনার (মির্জা ফখরুল) সঙ্গে প্রতিদিনই কাউন্টার (পাল্টাপাল্টি) কথাবার্তা হয়। বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনিও আক্রমণ শাণিত করেন। তো সেটার জবাব দিতে ভালো লাগে। সেদিকটা অবশ্যই এখন অনুপস্থিত। এটা ঠিকই। মিস-টিস এগুলো বলতে চাই না বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

জোট নিয়ে এক প্রশ্নে কাদের বলেন, জোট নিয়ে বিভিন্ন ধরনের সরকার বিভিন্ন ধরনের শঙ্কা, গুজব রয়েছে। আমরা সতর্ক আছি। গুজব, গুঞ্জন, সন্ত্রাস, সহিংসতা আমাদের বিভ্রান্ত করতে পারবে না। আমরা বিচলিত হব না, আমরা সব জেনেশুনেই নির্বাচন করছি।

জাতীয় পার্টির অবস্থান নিয়ে কোনো শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের তিনি বলেন, তারা বলেছে, নির্বাচনে আছে, জোটে থাকতে চায়। সরে যাবে তো বলেনি। সরে যাওয়ার শঙ্কা থাকতে পারে, এটা নিয়ে আমরা আরও নিশ্চিত হতে চাই। ১৭–১৮ তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করি। অস্বস্তির কিছু নেই।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content