ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলে ও ২ নাতিসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছেন।শনিবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৪নং ঘোষগাঁও ইউনিয়নের ৫নং ঘোষপালা পূর্বপাড়ায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
দুর্ঘটনা নিহতরা হলেন ওই এলাকার মৃত আব্দুছ ছাত্তারের স্ত্রী আনোয়ারা বেগম (৫৫), ছেলে জামাল উদ্দিন (৩৬), জামাল উদ্দিনের শিশুকন্যা ফাহমিদা ইসলাম ফাইজা (৬) এবং ফারিয়া ইসলাম আনিকা (৪)।
স্থানীয় ইউপি সদস্য মো. মাহাবুব আলম জানান, নিহত জামালের চার্জে বসানো ব্যাটারিচালিত অটোরিকশায় শিশুকন্য আনিকা খেলার জন্য উঠতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। বিষয়টি বুঝতে পেরে শিশুকন্যাকে বাঁচাতে জামাল উদ্দিন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এভাবেই একজনের পর একজন বিদ্যুস্পৃষ্ট হয়ে নিহত হয়।এ সময় সরকারের পক্ষ থেকে এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য মাহাবুব আলম প্রশাসনের কর্তাদের প্রতি অনুরোধ জানান।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের ৪ জন নিহত হয়েছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ