দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী গত ১৮ ডিসেম্বর থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। তবে হাঁটুর ইনজুরির কারণে নড়াইল-২ (সদরের আংশিক ও লোহাগড়া) আসনে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া দলটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাকে এখনো প্রচারণায় নামতে দেখা যায়নি। তবে তার পক্ষে প্রচারণা চালাচ্ছেন জেলা আওয়ামী লীগসহ তার শুভাকাঙ্খিরা।
তার ব্যক্তিগত সহকারী ও স্বজনদের সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে হাঁটুর ব্যথা বেড়েছে মাশরাফির। এতোদিন বাড়িতে চিকিৎসা নিলেও ১৩ ডিসেম্বর থেকে ব্যথা বাড়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। সব ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর থেকে প্রচারণায় নামবেন তিনি। প্রথমে নিজ ইউনিয়ন মাইজপাড়া থেকে তার প্রচারণা শুরু হবে এমনটাই বলছেন দলীয় নেতাকর্মীরা।
প্রসঙ্গত, নড়াইল-২ আসন থেকে মাশরাফির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন সাবেক এক এমপিসহ আরও ৫ প্রার্থী। এর আগে এ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন চেয়েছিলেন মাশরাফিসহ মোট ২১ জন।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ