মাত্র ২২ মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে দেশটির কুরলি দ্বীপে এই কম্পন অনুভূত হয়।
আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, ৬ দশমিক ৫ মাত্রায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ২২ মিনিট পর ফের ৫ মাত্রায় কেঁপে ওঠে দ্বীপটি। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে অন্তত ১০ কিলোমিটার গভীরে।
প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া না গেলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।জাপানের পূর্ব উপকূলে প্রশান্ত মহাসাগরের ওপর অবস্থিত কুরলি দ্বীপ। জাপানের মূল ভূখণ্ড থেকে যার দূরত্ব দেড় হাজার কিলোমিটারের বেশি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ