ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে নৌকার সমর্থকদের হামলায় বিএনপি থেকে বহিস্কৃত সাবেক এমপি ও ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের সমর্থকদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছে ৫ জন।
শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সাডে তিনটার দিকে ফুলপুর কোট বিল্ডিংয়ের সামনের সড়কে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- স্বতন্ত্র প্রার্থী শাহ শহীদ সারোয়ারের ছোট ভাই অ্যাডভোকেট শাহ শহীদ ফরহাদ (৫২), সমর্থক আবুল কালাম (৪৫), মশিউর রহমান (৪০), আনন্দ (২৫) ও কামরুল ইসলাম (৩২)। তাদের মধ্যে আবুল কালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেয়।
আহত শাহ শহীদ ফরহাদ জানান, ফুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদারের জানাযার নামাজ শেষে স্থানীয় ঠাকুর বাখাই এলাকা থেকে ফেরার পথে নৌকার সমর্থকরা আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আহত হয়েছে ৫/৬ জন।
তবে এই অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে নৌকার প্রার্থী ও এই আসনের বতর্মান সংসদ সদস্য এবং গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সমর্থকরা।
তারা জানান, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে সারোয়ার সমর্থক বিএনপি নেতাকর্মীরা এই ঘটনা সাজিয়েছে অপপ্রচার করছে।
এবিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ