রাজনীতি

মিরপুরে শিবিরের বিজয় র‍্যালিতে পুলিশের ধাওয়ার অভিযোগ, আটক ১১

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৩ , ৭:১৩:৫৮

0Shares

শেয়ার করুন

মহান বিজয় দিবসে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম। শনিবার সকালে রাজধানীর মিরপুর-১০ নম্বর থেকে এই র‍্যালি শুরু হয়। র‍্যালির শেষ দিকে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের নেতারা ছাত্রশিবিরের কর্মীদেরকে ধাওয়া দেয় বলে অভিযোগ উঠেছে। এসময় পুলিশ ১১জন নেতাকর্মীকে আটক করেছেন এবং ১০ জন আহত হয়েছেন বলেও অভিযোগ সংগঠনটির। বিজয় দিবসে বর্ণাঢ্য এই র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এম এ জামান, সেক্রেটারি সালাহ উদ্দীন।

এদিকে রামপুরায় বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর উত্তর শাখা। এই র‍্যালিতে নেতৃত্ব দেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি সালাহ উদ্দীন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content