প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ৩:৩৮:৫৯
গাজীপুরের ভাওয়ালে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ ৫০ জনেরও বেশি।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছেন, আজ (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে নেত্রকোণা থেকে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ভাওয়াল স্টেশনের এক কিলোমিটার উত্তরে বনখড়িয়া এলাকায় প্রবেশের সময় ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুত হয়।
এতে ঘটনাস্থলেই ট্রেনের যাত্রী আসলাম নিহত আহত হন। ট্রেনের লাইন দুর্বৃত্তরা গ্যাসকাটার দিয়ে কেটে দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তারা। পুলিশ, ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন উদ্ধার কাজ চালাচ্ছে।
দুর্ঘটনার পর ঢাকার সাথে ময়মনসিংহের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনার কারণে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন হাজার হাজার যাত্রী। দেখা দিয়েছে ট্রেনের সময়সূচির বিপর্যয়।