প্রতিনিধি ৮ ডিসেম্বর ২০২৩ , ৯:৫৫:২৯
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে মুজিবর রহমান (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে আলমডাঙ্গা পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মজিবর বিশ্বাস আলমডাঙ্গা পৌর এলাকার নওদা-বন্ডবিল গ্রামের বাসিন্দা। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আশরাফুল হোসেন ঢাকা পোস্টকে বলেন, মুজিবর রহমান আমার ফুফাতো দুলা ভাই। তিনি আসরের নামাজ শেষে বাই সাইকেলযোগে নিজের ধান খেতে যাচ্ছিলেন। এ সময় একটি পাখি মৌমাছির বাসায় আক্রমণ করে। এতে ওই রাস্তা দিয়ে যাওয়া মুজিবরের পা থেকে মাথা পর্যন্ত অনুমানিক এক থেকে দেড় হাজার মৌমাছি কামড় দেয়। সেখানে থাকা কয়েকজন কৃষক তাকে বাঁচাতে আসলে তাদেরও কামড় দেয়। পরে তারা সেখান থেকে পালিয়ে যান। পরবর্তীতে তারা আগুন জ্বালিয়ে ধোঁয়া দিলে মৌমাছি চলে যায়। তার আগেই মুজিবর রহমানের মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে আলমডাঙ্গার বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ ঢাকা পোস্টকে বলেন, মৌমাছির কামড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।