যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছেন। শনিবার মিশিগানের হুইটমোর লেকের কাছে এই ঘটনা ঘটে। যদিও পুলিশের তরফ থেকে জানানো হয়নি যে এই ঘটনায় কতজন হতাহত হয়েছে। তবে অ্যাম্বুলেন্স কোম্পানির মুখপাত্র মার্ক ব্রেকেনরিজ জানিয়েছেন, ওই ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন। এ খবর দিয়েছে ফক্স নিউজ।
খবরে জানানো হয়, ঘটনায় আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ব্রেকেনরিজ বলেন, দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভেতরে কেউ আটকা পরে আছে কিনা তা নিশ্চিত করছেন তারা। হতাহতদের পরিচয় এখনও জানা যায়নি। বিস্ফোরণের কারণও প্রকাশ করা হয়নি।
পুলিশ জানিয়েছে, এ নিয়ে তদন্ত চলছে।
ড্রোন ফুটেজে দেখা গেছে, আগুন নেভাতে দমকল বাহিনীর বেশ কয়েকটি ট্রাক কাজ করছে। ওই বাড়ির ভেতরে থাকা গাড়িগুলোও পুড়ে গেছে। বিস্তারিত তথ্যের জন্য নর্থফিল্ড টাউনশিপ পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ফক্স নিউজ। কিন্তু সেখান থেকে কিছু জানা যায়নি।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ