পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গত ১৫ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। এজন্য দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। আগামীতে ক্ষমতায় গেলে সিলেটে শহর রক্ষা বাঁধ হবে। সিলেটে রেলওয়ের উন্নয়ন হবে। ইতোমধ্যে এ ব্যাপারে প্রকল্প উন্নয়ন কমিটিতে গেছে।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকে আমরা মহা আনন্দিত। আমাদের সভানেত্রী শেখ হাসিনা এখানে উপস্থিত হয়েছেন। প্রধানমন্ত্রী সিলেটবাসীর প্রতি খুবই আন্তরিক। তিনি সিলেটের উন্নয়নে সবসময় নজর রাখেন। প্রধানমন্ত্রীর কারণে গত ৫০ বছরে প্রথমবারের মতো সুরমা-কুশিয়ারা নদীর খনন কাজ শুরু হয়েছে।
তিনি বলেন, আমরা বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে চাই না। এজন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার।
সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ, প্রেসিডিয়াম মেম্বার সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ প্রমুখ।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ