রাজনীতি

সন্ত্রাসীর মতো হুঙ্কার দিলেও জনগণ ভোট কেন্দ্রে যাবে না-রিজভী আহমেদ

  প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৩ , ১১:৩১:১৫

0Shares

শেয়ার করুন

একতরফা ডামি’ নির্বাচনের প্রচারণায় নেমে প্রধানমন্ত্রী ‘সন্ত্রাসীদের’ ভাষায় হুঙ্কার দিলেও জনগণ ভোট কেন্দ্রে যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সকালে এলিফেন্ট রোড ও বেইলি রোডে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণকালে তিনি এই মন্তব্য করেন। রিজভী বলেন, ডামি নির্বাচনের প্রচারণায় নেমে গতকাল সিলেটে প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন তা হলোও সন্ত্রাসীদের ভাষা। তিনি সন্ত্রাসীদের ভাষায় হুঙ্কার দিচ্ছেন। এভাবে হুঙ্কার দিলেও ৭ই জানুয়ারি জনগণ ভোট দিতে যাবে না। প্রধানমন্ত্রীকে বলবো, আপনার এতো সাহস থাকলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেনো? আপনি দেবেন না। কারণ আপনি ভালো করেই জানেন, জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে আপনার জামানতই থাকবে না। রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচনের আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। রিজভী বলেন, ৭ই জানুয়ারির সাজানো ভাগ-বাটোয়ারার নির্বাচন জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে ওরা ছাড়া কেউই ভোট কেন্দ্রে যাবে না।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content