নির্বাচন

সাকিবের মনোনয়নে মিছিল করায় আ. লীগ নেতাকে হাতুড়িপেটার অভিযোগ

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৩ , ৯:৪৩:১৮

0Shares

শেয়ার করুন

মাগুরা-১ (শ্রীপুর-সদর একাংশ) আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানের পক্ষে মিছিল করায় আওয়ামী নেতাকে হাতুড়িপেটা করেছে প্রতিপক্ষের লোকজন। হামলার শিকার ওই আওয়ামী লীগ নেতার নাম গোলাম মোর্শেদ ওরফে টুকু। তিনি শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী গোলাম মোর্শেদ জানান, বিকেলে লাঙ্গলবাঁধ বাজারে কৃষি ব্যাংক থেকে বেরিয়ে মোটরসাইকেলে গরুর হাটের দিকে যাচ্ছিলেন। এ সময় হালিম চেয়ারম্যানের (গয়েশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুল হালিম মোল্যা) লোকজন জিনারুল মিয়া, শিমুল, সোহেলসহ ৮-১০ জন অতর্কিতে হাতুড়ি-চায়নিজ কুড়াল দিয়ে হামলা করে পেটানো শুরু করেন। এ সময় তিনি পড়ে গেলে তাঁদের কাছে মারধরের কারণ জানতে চাইলে তাঁরা বলেন, ‘তুই সাকিবের মিছিল করিস। তুই হালিম চেয়ারম্যানের বিরুদ্ধে রাজনীতি করিস। তোর রাজনীতি শিখেই দিচ্ছি।’

 

গোলাম মোর্শেদ দাবি করেন, সাকিব মনোনয়ন পাওয়ার পর তিনি কয়েকটি গ্রামের লোকজন নিয়ে মিছিল করেছিলেন। এ জন্য চেয়ারম্যান তাঁকে আগেই হুমকি দিয়েছিলেন। আজ তিনি বাজারে উপস্থিত থেকে লোকজন দিয়ে হামলা করেন।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content