প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৩ , ১০:৫৩:৫১
সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার দেবহাটা থানা পুলিশের অভিযানে চুরি মামলায় ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদ হোসেনের নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল ২২ ডিসেম্বর দিবাগত রাতে এসআই শোভন দাশ সঙ্গীয় ফোর্সসহ দেবহাটা থানাধীন খাসখামার গ্রাম এলাকা হইতে দেবহাটা থানার মামলা নং-০৭, তারিখ গত ২৭/০৯/২৩ ইং এর আসামী খাসখামার গ্রামের আবুল হোসেন সরদারের পুত্র হাফিজুল সরদার (৪৫) কে গ্রেফতার করেন। আসামীকে আজ ২৩ ডিসেম্বর শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
রিয়াজুল ইসলাম/হক_কথা