বিএনপির ডাকা দিনব্যাপী হরতালে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরমধ্যে তিনটি বাসে ও একটি ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার সকাল ৫টা ৪ মিনিটে রাজধানীর তেজগাঁও রেলওয়ে স্টেশনে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের ৩টি বগিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে এক শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
এ ছাড়া সকাল ৬টা ২৮ মিনিটে শনির আখড়া বাস টার্মিনালে বোরাক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সকাল ৭ টা ২৪ মিনিটে বনশ্রীর মেরাদিয়া এলাকায় রবরব পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। দুপুর ১টা ৪ মিনিটে গুলিস্তান জিপিওর সামনে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি।
এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ১৯ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত সারাদেশে মোট ২৮৪টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ২৮০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে বাস ১৭৫টি, ট্রাক ৪৫টি, কাভার্ডভ্যান ২৩টি, মোটরসাইকেল ৮টি ও অন্যান্য ২৯টি গাড়ি রয়েছে।
সম্পাদকঃ মাহবুবা আক্তার। অফিসঃ ৭৫ ই-ব্রডওয়ে,নিউইয়র্ক এনওয়াই ১০০০২।ফোন:+৮৮০১৭১২৯০৩৪০১ ই- মেইলঃ dailyhaquekotha@gmail.com
প্রকাশিত সংবাদপত্রের অংশ