শিক্ষা

২০২৪ সালের এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২৩ , ৩:২৭:৪৫

0Shares

শেয়ার করুন

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা জুন মাসের মাঝামাঝিতে হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

বুধবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, আগামী বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিতে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা আগামী ফেব্রুয়ারির মধ্যে আয়োজন করে মার্চের মধ্যে ফল প্রকাশ করতে হবে।

এ ছাড়া জুনের মাঝামাঝি এইচএসসি পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে। তবে, পরীক্ষা শুরুর নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করা হয়নি বলেও জানান তপন কুমার সরকার।

তিনি বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের পর পরীক্ষার একটি খসড়া রুটিন তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাব। মন্ত্রণালয় অনুমোদন দিলে পরীক্ষার রুটিন চূড়ান্ত করে তা প্রকাশ করা হবে।

এদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-৪) রোকেয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ৯ জুন শুরু হবে। আর ক্লাস শুরু হবে ২১ জুলাই থেকে। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা শুরু হবে ২৬ জুন। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১৬ জুলাই।


শেয়ার করুন

0Shares

আরও খবর

Sponsered content