আবহাওয়া

দৌলতদিয়া -পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

  প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৪ , ৪:৩৭:২৪

শেয়ার করুন

ঘন কুয়াশার কারণে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮ থেকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি বন্ধ থাকায় উভয় ঘাটে বেশকিছু যানবাহন আটকা পড়ে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, গতকাল সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত সোয়া ৯টার দিকে কুয়াশার চাঁদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে নৌ-দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে সকাল আটটায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মো. আব্দুর রহিম জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশা পড়তে শুরু করে। সমায় বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। রাত ৯টার দিকে কুয়াশার চাদরে ঢেকে যায় পুরো নৌপথ। এতে করে নৌপথের মার্কিং বাতি দৃষ্টিসীমার বাইরে চলে যায়। এতে করে দুর্ঘটনা এড়াতে নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। বর্তমানে এ-নৌপথে ছোট বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content