সারাদেশ

নারায়ণগঞ্জে প্রবাসীকে কুপিয়ে হত্যা

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৪ , ১১:৫৪:১৭

শেয়ার করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পারিবারিক বিরোধের জের ধরে আল আমিন নামে এক প্রবাসফেরত যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও সহযোগীদের বিরুদ্ধে। আজ শুক্রবার (২৬ জানুয়ারি) দুপুরে পার্শ্ববর্তী মেঘনা উপজেলার চালিভাঙ্গা গ্রামের বালুর মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার সম্ভুপুরা ইউনিয়নের ভিটিকান্দি এলাকার ইসমাইল মিয়ার ছেলে নিহত আল আমিন।

নিহত আল আমিনের স্বজনরা হক কথাকে জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে সৌদিফেরত আল আমিনকে তাঁর চাচাতো ভাই সুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। রাতে তিনি আর বাড়িতে ফিরে আসেননি এবং দুজনের মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়। পরবর্তী সময়ে সুজন বাড়িতে একা ফিরলেও আল আমিনের কথা জিজ্ঞেস করলে তিনি উল্টাপাল্টা উত্তর দেন। তাঁর কথায় সন্দেহ হলে কৌশলে তাঁকে সোনারগাঁ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলে আটক করা হয়। পরে তথ্য-প্রযুক্তির মাধ্যমে লোকেশন ট্র্যাকিং করে নির্জন বালুর মাঠ থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, নিহত আল আমিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুজন নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content