আইন-শৃঙ্খলা

নির্বিঘ্নে ভোটারগন ভোট দিতে পারবেন-আইজিপি

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৪ , ২:৪৪:৩৮

শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। রোববার সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে। এতে ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

শনিবার (৬ জানুয়ারি) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শনের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাত থেকেই কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। অতীতের মতো এবারও একটি ভালো নির্বাচন হবে।

জনগণের আস্থা পূরণে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করবে জানিয়ে তিনি বলেন, যত জনবল আছে সব নিয়েই কালকের নির্বাচন সুষ্ঠু করা হবে। কেউ নাশকতা সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল টিম, ডগ স্কোয়াড, স্ট্রাইকিং ফোর্সসহ সব টিম মাঠে থাকবে। সেনাবাহিনীর হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।

নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। কেউ নাশকতাকারীদের তথ্য দিলে পরিচয় গোপন করে ২০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে।

জঙ্গিদের বড় ধরনের নাশকতা করার সামর্থ্য নেই দাবি করে পুলিশ মহাপরিদর্শক বলেন, কাল ভোট নিয়েও কোনো শঙ্কা নেই। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বেনাপোল এক্সপ্রেস ট্রেনে নাশকতার বিষয়ে তিনি বলেন, আগুন ভেতরেই দেয়া হয়েছিল। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করে সব তথ্য নিশ্চিত হয়ে পরে জানানো হবে।


শেয়ার করুন

আরও খবর

Sponsered content