প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ৯:৪৭:০৫
২৯ জানুয়ারি ২০২৪ বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান জানালেন জাতিসংঘ মহসাচিব। রাজনৈতিক মতপ্রকাশের কারণে কাউকে কারাগারে আটক রাখা যেতে পারেনা বলেও মহাসচিবের তরফে মন্তব্য করেন তাঁর মুখপাত্র স্টেফান ডোজারিক।
মুশফিকুর ফজল আনসারীর পশ্ন করেন – আন্তর্জাতিক মানবাধিকার আইনের সাথে অসামঞ্জস্যপূর্ণ তথাকথিত অভিযোগ কিংবা অভিযোগ ছাড়াই বাংলাদেশে আটককৃত সকল রাজনৈতিক নেতাকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনের আহবানের সাথে জাতিসংঘ মহাসচিব কী একাত্মতা পোষণ করেন? আপনি জানেন যে, প্রধান বিরোধিদল বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ ২৫ হাজারেরও বেশি রাজনৈতিক কর্মীদের আটক করে গত ৭ জানুয়ারি একটি প্রতারণার নির্বাচন সম্পন্ন করে ক্ষমতাসীন শাসকদল।
জবাবে স্টেফান ডোজারিক বলেন, রাজনৈতিক মতপ্রকাশের কারণে মানুষদের কারাগারে প্রেরণ, এটা হতে পারেনা বলে নীতিগত ভাবে আমরা বিশ্বাস করি। তিনি অনতিবিলম্বে আটককৃতদের মুক্তির আহ্বান জানান।