প্রতিনিধি ৪ জানুয়ারি ২০২৪ , ১১:০৭:৩৭
বাংলাদেশের নির্বাচনে কড়া নজরদারির বার্তা মার্কিন পররাষ্ট্র দপ্তরের
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মামলায় কারাদণ্ডে গভীর পর্যবেক্ষণের পাশাপাশি বাংলাদেশের আসন্ন নির্বাচনে কড়া নজরদারির বার্তা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ছুটির মৌসুমে দীর্ঘ দুই সপ্তাহ বিরতিতে বুধবার (৩ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র দপ্তরে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রশ্নে এই প্রতিক্রিয়া দেন মুখপাত্র ম্যাথিউ মিলার।
বিশ্ব জুড়ে দারিদ্র বিমোচনে ড. ইউনূসের অবদান ও নোবেল শান্তি পুরস্কার পাওয়ার বিষয়টি উল্লেখ করে বলেন, তাঁর কারাদণ্ডে বিশ্বে নিন্দার ঝড় ওঠার বিষয়টি নজরে এসেছে। এক্ষেত্রে সুষ্ঠু আইনি প্রক্রিয়া মানার আহ্বান জানান মিলার।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে একাধিকবার অবস্থান স্পষ্ট করেছে যুক্তরাষ্ট্র। এর ব্যতিক্রম হলে কি পদক্ষেপ নেয়া হতে পারে এমন প্রশ্ন এড়িয়ে গেছেন মিলার।