প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৪ , ৩:২১:১৬
সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে হাত পা বাঁধা অবস্তায় শেখ শাহিন(৪২) নামে এক গাড়ি চালককে উদ্ধার করেছে স্হানীয় জনতা। গতকাল বুধবার সকালে পাটকেলঘাটা থানার মীর্জাপুর বাজার সংলগ্ন এলাকা থেকে অচেতন অবস্হায় তাকে উদ্ধার করা হয়। অচেতন ওই ব্যক্তি খুলনা সদর উপজেলার আনসার আলীর ছেলে। বর্তমানে তিনি সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্হানীয় সূত্রে জানা যায় , গতকাল সকালে মীর্জাপুর বাজারের পোষ্ট অফিসের পাশে একটি প্রাইভেট কারে হাত পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় একজনকে দেখতে পায় স্থানীয়রা। পরে তাকে প্রাইভেটকারের ভিতর থেকে অচেতন অবস্হায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে উদ্ধার করে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্হার অবনতি হওয়ায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পাটকেলঘাটা থানার উপ পরিদর্শক আমির হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে (ঢাকা-মেট্টো-গ-৩৭-৭৭৮৫)। এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে বিস্তারিত পরে জানানো হবে।
মো: রিয়াজুল ইসলাম/হক_কথা